নামে কি আসে যায়? ‘লাকেম্বা রামাদান নাইটস’ এখন ‘লাকেম্বা নাইটস ডিউরিং রামাদান’

Food vendors cook and prepare food during the food and cultural festival in Lakemba, Sydney

Food vendors cook and prepare food during the food and cultural festival in Lakemba, Sydney Credit: AAP

পবিত্র রমজান মাস উপলক্ষে সিডনির লাকেম্বায় অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ ফুড ফেস্টিভ্যাল হয়ে থাকে। এ বছর এক মিলিয়নেরও বেশি লোক-সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, লাকেম্বার ‘নাইট মার্কেটস’ এর বাণিজ্যিকিকরণ নিয়েও উদ্বেগ বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে যে, এই ইভেন্টটি এখন এর ধর্মীয় আবহ হারিয়েছে।


অস্ট্রেলিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বাস করেন লাকেম্বা ও ওয়ালী পার্ক এলাকায়। সিডনির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিল এলাকায় লাকেম্বার অবস্থান।

লাকেম্বার রেলওয়ে প্যারেডে বাংলাদেশী খাদ্যপণ্যের বিপণী ও রেস্টুরেন্ট রয়েছে বেশ কয়েকটি। পুরো বছর জুড়ে সেখানে বাঙালিদের আনাগোনা চলে। তবে, রমজান মাসে লাকেম্বায় জনসমাগম বেড়ে যায় অনেক।

প্রায় বিশ বছর ধরে লাকেম্বায় বসছে জমজমাট ইফতার বাজার। এখন এটি অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম বার্ষিক বহুসাংস্কৃতিক খাদ্য উৎসবে পরিণত হয়েছে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share