অস্ট্রেলিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বাস করেন লাকেম্বা ও ওয়ালী পার্ক এলাকায়। সিডনির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিল এলাকায় লাকেম্বার অবস্থান।
লাকেম্বার রেলওয়ে প্যারেডে বাংলাদেশী খাদ্যপণ্যের বিপণী ও রেস্টুরেন্ট রয়েছে বেশ কয়েকটি। পুরো বছর জুড়ে সেখানে বাঙালিদের আনাগোনা চলে। তবে, রমজান মাসে লাকেম্বায় জনসমাগম বেড়ে যায় অনেক।
প্রায় বিশ বছর ধরে লাকেম্বায় বসছে জমজমাট ইফতার বাজার। এখন এটি অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম বার্ষিক বহুসাংস্কৃতিক খাদ্য উৎসবে পরিণত হয়েছে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।