সুপার-অ্যানুয়েশন ফান্ড কী? অস্ট্রেলিয়ায় অবসরকালীন আর কী কী সুযোগ-সুবিধা আছে?

MONEY STOCK

A supplied image of $50 Australian notes being printed. (AAP Image/RBA) NO ARCHIVING, EDITORIAL USE ONLY Source: AAP / RBA/PR IMAGE

সুপার-অ্যানুয়েশন ফান্ড কী? এর নানা দিক নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মেলবোর্ন-ভিত্তিক ট্যাক্স কনসালট্যান্ট মোহাম্মদ সাদিক ইফতি।


মোহাম্মদ সাদিক ইফতির সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

বিশেষ দ্রষ্টব্য:

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় সুপার-অ্যানুয়েশন বিষয়ক সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোনো পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন ট্যাক্স এজেন্ট, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সিয়াল প্লানার কিংবা সংশ্লিষ্ট পেশাজীবির সঙ্গে যোগাযোগ করুন।

আমাদেরকে অনুসরণ করুন 

Share