অস্ট্রেলিয়ার অভিবাসনের ক্ষেত্রে ২০২৩-২৪ অর্থবছরে যেসব পরিবর্তন আসছে

australian visa

Australian visa in between two British passport pages. Source: iStockphoto / LuapVision/Getty Images/iStockphoto

২০২৩-২৪ অর্থবছরে অস্ট্রেলিয়ার অভিবাসন খাতে কী রকম পরিবর্তন আসতে যাচ্ছে? বাংলাদেশীদের জন্য কী কোনো নতুন সুবিধা থাকছে? এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান।


কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

বিশেষ দ্রষ্টব্য:

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন।

আপনি কীভাবে একজন মাইগ্রেশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন:

আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভার্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স:

শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের
ভিজিট করুন।

Share