বাংলাদেশের সঙ্গে আগের মতো সুসম্পর্ক চায় ভারত

Bangladesh India

Indian Foreign Secretary Vikram Misra speaks to the media after meeting his Bangladeshi counterpart at the Ministry of Foreign Affairs in Dhaka, Bangladesh, Monday, Nov. 9, 2024. (AP Photo/Mahmud Hossain Opu) Source: AP / Mahmud Hossain Opu/AP

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আগের মতো সুসম্পর্ক চায় ভারত। ঢাকায় অনুষ্ঠিত দু’দেশের বিদেশ বা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে।
  • অন্যদিকে, ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকা বা অন্য কোথাও সরানোর জন্যে ইওরোপীয় ইউনিয়নের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
  • আর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা ভারতের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকম অপপ্রচার বা ফেইক ভিডিওর ফাঁদে না পড়তে সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share