এ সপ্তাহের হাইলাইটস
- ভারতের এবারের কেন্দ্রীয় বাজেটকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকার পক্ষের দাবি, মধ্যবিত্তদের জন্যে বিপুল কর ছাড় এবং ক্যান্সারসহ প্রচুর ওষুধে যেভাবে ছাড়ের ঘোষণা হয়েছে তা নজিরবিহীন।
- আর বিরোধীদের অভিযোগ, অঙ্গরাজ্য বিহারের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে এই বাজেট করা হয়েছে।
- কুম্ভমেলার দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের তোপের মুখে শাসকদল বিজেপি।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।