এএসই-এর নতুন সিইও জাহিন অভিবাসী উদ্যোক্তাদের সাহায্য করতে চান

Migrant in Australia - Getty Images - JohnnyGreig.jpg

Australian migrants can get valuable support from the community-led organization the Australian School of Entrepreneurship (Image representational). Source: Getty / Getty Images - JohnnyGreig.jpg

জাহিন তানভীর একজন প্রথম প্রজন্মের বাংলাদেশি অভিবাসী। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ান স্কুল অফ অন্ট্রেপ্রেনারশীপ (এএসই)-এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • সদ্য সমাপ্ত স্কিলস এন্ড জবস সামিটে তরুণদের প্রতিনিধিত্ব কম ছিল যা অনেককে হতাশ করেছে
  • এএসই-এর নতুন সিইও জাহিন তানভীর সকল বয়সী অভিবাসী উদ্যোক্তাদের সাহায্য করতে বিভিন্ন কর্মসূচীর নেতৃত্ব দেবেন
  • হাই স্কুলগুলোতে 'এডালটিং ১০১ ক্লাস' প্রাপ্তবয়স্ক তরুণদের এগিয়ে যেতে সাহায্য করবে
জাহিন তানভীর ২০২২ সালের এসিটি ইয়াং অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার ফাইনালিস্ট এবং ২০২১ সালের ইয়াং ক্যানবেরা সিটিজেন অফ দ্য ইয়ার হয়েছিলেন।

একজন তরুণ কমিউনিটি লিডার হিসেবে মি. তানভীর সদ্য সমাপ্ত স্কিলস এন্ড জবস সামিটে তরুণদের প্রতিনিধিত্ব কম দেখে তিনি হতাশ।
IMG-5823 (2).jpg
Mr. Jahin Tanvir is the new CEO of the Australian School of Entrepreneurship. Credit: Jahin Tanvir
অস্ট্রেলিয়ান স্কুল অফ অন্ট্রেপ্রেনারশীপ-এর নতুন সিইও হিসেবে তার অন্যতম দায়িত্ব হচ্ছে তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় সহায়তা দেয়া।

ভবিষ্যত প্রজন্ম এবং অস্ট্রেলিয়ার অভিবাসী সম্প্রদায়ের কী কী বিষয়ে দক্ষতার উপর গুরুত্ব দেয়া উচিত তা নিয়ে তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।

পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 




Share