গুরুত্বপূর্ণ দিকগুলো
- সদ্য সমাপ্ত স্কিলস এন্ড জবস সামিটে তরুণদের প্রতিনিধিত্ব কম ছিল যা অনেককে হতাশ করেছে
- এএসই-এর নতুন সিইও জাহিন তানভীর সকল বয়সী অভিবাসী উদ্যোক্তাদের সাহায্য করতে বিভিন্ন কর্মসূচীর নেতৃত্ব দেবেন
- হাই স্কুলগুলোতে 'এডালটিং ১০১ ক্লাস' প্রাপ্তবয়স্ক তরুণদের এগিয়ে যেতে সাহায্য করবে
জাহিন তানভীর ২০২২ সালের এসিটি ইয়াং অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার ফাইনালিস্ট এবং ২০২১ সালের ইয়াং ক্যানবেরা সিটিজেন অফ দ্য ইয়ার হয়েছিলেন।
একজন তরুণ কমিউনিটি লিডার হিসেবে মি. তানভীর সদ্য সমাপ্ত স্কিলস এন্ড জবস সামিটে তরুণদের প্রতিনিধিত্ব কম দেখে তিনি হতাশ।
Mr. Jahin Tanvir is the new CEO of the Australian School of Entrepreneurship. Credit: Jahin Tanvir
ভবিষ্যত প্রজন্ম এবং অস্ট্রেলিয়ার অভিবাসী সম্প্রদায়ের কী কী বিষয়ে দক্ষতার উপর গুরুত্ব দেয়া উচিত তা নিয়ে তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।
পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: