বরাবরের মতোই এবারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছোট-বড়, নারী-পুরুষ সকলেই। শিশুদের জন্য ছিল ক্যামেল রাইডিং এবং খেলাধুলার নানা আয়োজন। নারী-পুরুষ সকলের জন্য ছিল নামাজের ব্যবস্থা।
খাবার ও অন্যান্য পণ্যের স্টলগুলোতে হুমড়ি খেয়ে পড়েন নারী-পুরুষ সকলেই।

Source: SBS / Ashley Mar
গত ৩৫ বছর ধরে এই মেলায় আসছেন কাজী আলী। অস্ট্রেলীয়রা এখানে আসেন এবং এখানকার খাবারগুলো উপভোগ করেন, বলেন তিনি।
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় বেড়াতে এসেছেন মুক্তিযোদ্ধা, সমাজ-সেবীকা হাসিনা হক। এই মেলাতে তিনি অনেকটা বাংলাদেশের আমেজ পান, বলেন তিনি।
এই মেলাতে নিয়মিত আসেন নাসিমা মৃধা। নারীদের জন্য এখানে প্রথকভাবে নামাজের ব্যবস্থা, হালাল খাবার এবং পরিচিতদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হওয়ার কথা বলেন তিনি।
ক্যাটারির বিজনেস করেন নাসিমা মৃধা। এই মেলাতে বাংলাদেশী খাবারের দোকান না থাকার কথা বলা হলে তিনি বলেন, এখানে অ্যারাবিয়ান ফুড একটি বেশি থাকে।

মেলায় ফার্স্ট-এইডের স্টল দিয়েছে সিডনির শাপলা শালুক লায়ন্স ক্লাব। এর প্রেসিডেন্ট লায়ন ড. ময়নুল ইসলাম (সর্বডানে) বলেন, বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছেন তারা। Source: SBS / Sikder Taher Ahmad
এ ধরনের অনুষ্ঠানে এর আগেও পরিষেবা দিয়েছেন বলেন তিনি।
ফার্স্ট এইড স্টলে ড. ময়নুলের সঙ্গে আরও ছিলেন ড. মাসুদ পারভেজ। ফেয়ারফিল্ডের এই মেলায় এবারই প্রথম এসেছেন তিনি।
মাল্টিকালচারাল ঈদ ফেস্টিভাল অ্যান্ড ফেয়ার বা মেফ প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে। তখন এর অন্যতম উদ্যোক্তা ছিলেন ড. কাজী আশফাক আহমদ ও-এ-এম।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: