সিডনি-ভিত্তিক রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান বলেন,
বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক-যোগাযোগ-মাধ্যম, যেমন, ফেসবুকে অস্ট্রেলিয়ায় অভিবাসন নিয়ে নানা রকম তথ্য ও আলোচনা দেখা যায়। এক্ষেত্রে, জোর দেন কাউসার খান। অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটটি ভিজিট করতে বলেন তিনি।
তার মতে,
“ভিসা আবেদন করতে হবে প্রয়োজনীয় শর্তসমূহ সঠিক ও যথাযথভাবে পূরণ করে।”
ভিসা-আবেদনকারীর যোগ্যতার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
“স্টুডেন্ট বলেন, যে-ই বলেন, অস্ট্রেলিয়ায় আসতে চাইলে তার অবশ্যই সেই ধরনের যোগ্যতা থাকতে হবে।”
কাউসার খান আরও বলেন যে, আগ্রহী ব্যক্তির যাচাই-বাছাই করা উচিত যে, কোনটা সঠিক কিংবা কোনটা সঠিক নয়।
রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
![Image for read more article 'READ MORE'](https://images.sbs.com.au/dims4/default/6775567/2147483647/strip/true/crop/1777x999+255+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fplay_store_promo2x_2.jpg&imwidth=1280)
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
বিশেষ দ্রষ্টব্য:
এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন।
আপনি কীভাবে একজন মাইগ্রেশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন:
আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স: