বঙ্গবন্ধুর জীবনী পর্দায় তুলে ধরা সহজ কাজ ছিল না

Mujib: The Making of a Nation - Director Shyam

Bollywood film director, screenwriter and documentary filmmaker Shyam Benegal attends the special screening of his upcoming biographical film 'Mujib: The Making of a Nation', a biopic on Bangabandhu Sheikh Mujibur Rahman, the first President of Bangladesh in Mumbai on October 25, 2023. Source: AFP / SUJIT JAISWAL/AFP via Getty Images

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জীবনী-নির্ভর চলচ্চিত্র তৈরি করেছেন বিখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। এর আগে তিনি মহাত্মা গান্ধী এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর বায়োপিক তৈরি করেছেন। ভারত এবং বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিটি মুক্তি পাওয়ার পর তা নিয়ে খুব আলোচনা হচ্ছে, কিছু সমালোচনাও।


প্রায় তিন দশকের রাজনৈতিক এবং সামাজিক লড়াইয়ের পর তৈরি হয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।লাখো লাখো মানুষের জীবনের বিনিময়ে। অনুঘটকের কাজ করেছিল মাতৃভাষা। আর সেই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছিলেন এই উপমহাদেশের এক অবিসংবাদী নেতা, শেখ মুজিবুর রহমান। পরে যাঁকে সবাই বঙ্গবন্ধু বলেন।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী-নির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ নিয়ে প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share