প্রায় তিন দশকের রাজনৈতিক এবং সামাজিক লড়াইয়ের পর তৈরি হয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।লাখো লাখো মানুষের জীবনের বিনিময়ে। অনুঘটকের কাজ করেছিল মাতৃভাষা। আর সেই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছিলেন এই উপমহাদেশের এক অবিসংবাদী নেতা, শেখ মুজিবুর রহমান। পরে যাঁকে সবাই বঙ্গবন্ধু বলেন।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী-নির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ নিয়ে প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
READ MORE
“বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হতো না”