“এলান গালা অ্যান্ড চ্যারিটি ইভেনিং” এর আয়োজন করলো অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অব কমার্স

nOIZu2hA.jpeg

অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অব কমার্স (ABWCC) এর আয়োজনে গত ২৩ নভেম্বর ২০২৪ সিডনির ক্যাম্পবেলটাউনে অনুষ্ঠিত হয় “এলান গালা অ্যান্ড চ্যারিটি ইভেনিং” শীর্ষক একটি অনুষ্ঠান। Source: Supplied / ABWCC

Get the SBS Audio app

Other ways to listen


Published 29 November 2024 11:11am
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends


অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অব কমার্স (ABWCC) এর আয়োজনে গত ২৩ নভেম্বর ২০২৪ সিডনির ক্যাম্পবেলটাউনে অনুষ্ঠিত হয় “এলান গালা অ্যান্ড চ্যারিটি ইভেনিং” শীর্ষক একটি অনুষ্ঠান। এসবিএস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন সংগঠনটির সভাপতি নাজিয়া মাহমুদ।


নাজিয়া মাহমুদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share