মিস ইনফিনিটি ভিক্টোরিয়া পদক পেলেন নুরেন চৌধুরী

Nureen Chowdhury

Nureen Chowdhury Source: Nureen Chowdhury

মিস ইনফিনিটি ভিক্টোরিয়া পদক পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত নূরীন চৌধুরী । ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান মিস ইনফিনিটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে তিনি ভিক্টোরিয়া রাজ্যের সেরা সুন্দরী হিসেবে এ পদক জিতে নিয়েছেন।অস্ট্রেলিয়ায় মডেলিং জগতে নুরেন চৌধুরী এখন একটি পরিচিত মুখ।সৌন্দর্য্য, মেধা ও যোগ্যতা দিয়ে জিতে নিয়েছেন বেশ কয়েকটি নামী-দামী সুন্দরী প্রতিযোগিতার পদক। মডেলিং এর পাশাপাশি তিনি বেশ কিছু নামকরা ও বিখ্যাত প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও মনোনয়ন পেয়েছেন ।এসবিএস বাংলার সাথে তার এগিয়ে চলার গল্পটা বলেন নুরেন চৌধুরীর । সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Nureen Chowdhury
Nureen Chowdhury Source: Nureen Chowdhury

Share