অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন বা CSIRO-তে একজন বিজ্ঞানী হিসেবে কর্মরত রয়েছেন ড. আসমা আক্তার।
লেখাপড়ার বিভিন্ন ধাপে তিনি পড়েছেন বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।
পেশাগত কারণে পরিবারের কাছ থেকে দূরে অবস্থান করে শিশু সন্তান নিয়ে দীর্ঘ সময় তাঁকে একা নিজের পড়াশোনা ও পেশাগত দায়িত্ব সামলাতে হয়েছে।
গত সপ্তাহেই উদযাপিত হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষ্য করে তিনি এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে নারীদের অবদান, সাফল্য ও সংগ্রাম নিয়ে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন তারেক নূরুল হাসান।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ার বাটনে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।