''শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল আমরা নিজেদের লেখা নাটক করব" -পীযুষ বন্দোপাধ্যায়ের সাক্ষাৎকার পর্ব ১

Pijush Daily Janakantha.jpg

Bangladeshi Actor Pijush Banerjee Credit: ARIF AHMED

বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রথম পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


এসবিএস রেডিও-র সম্প্রচার-সূচি হালনাগাদ করা হচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে শোনা যাবে সরাসরি সম্প্রচার।

প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, বিদ্যমান সময়সূচিতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

আমাদেরকে অনুসরণ করুন 


Share