মোস্তফা আব্দুল্লাহ প্রথম অস্ট্রেলিয়ায় আসেন ১৯৭৭ সালে। দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের কাছে নিজেদের অভিবাসন ও পরবর্তী সংগ্রামের চিত্র তুলে ধরার তাগিদ থেকেই মূলত এই সংকলনটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন, বলেন তিনি।
“আমার দুটো নাতি আছে, যারা স্কুলে পড়ে এখন। একসময়ে আমার মনে হয়েছে যে, এই যে নাতি দুটো, তাদের জন্ম, কর্ম, সবই এখানে। তারা হয়তো কোনোদিন একসময় জানতে চাইতে পারে, তাদের পূর্বপুরুষরা কোথায় ছিল, কেমন ছিল তাদের জীবন? এই দেশে কেনই বা তারা আসলো? এসে তারা কী পেল, কী পেল না?”
“এই সব আমার হঠাৎ মনে হয়েছে যে, হয়তো তাদের উৎসাহ হতে পারে কোনো দিন। কিন্তু, তখন তো আমি থাকবো না, কিংবা আমার সাথের যারা এসেছেন, তারা থাকবেন না। তাদের এই প্রশ্নের উত্তরগুলো তখন কে দিবে?”
অস্ট্রেলিয়ায় বাংলাভাষীদের অভিবাসনের ইতিহাস বেশ পুরনো এবং সেটি আলাদা একটি গবেষণার বিষয়। তবে, ১৯৬০ এর দশকে আবার নতুন করে বাংলাভাষীদের অভিবাসন লক্ষ করা যায়।
মোস্তফা আব্দুল্লাহ যখন এই সংকলনটির উদ্যোগ নেন, তখন তিনি তার জানাশোনা পরিধির মধ্যে পুরনো অনেক বাংলাদেশী অস্ট্রেলিয়ানকেই লেখা পাঠানোর জন্য অনুরোধ করেন। যারা লেখা পাঠিয়েছেন সেগুলো পরিমার্জন ও সম্পাদনার ক্ষেত্রে তিনি সহায়তা নেন ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের প্রফেসর আব্দুর রাজ্জাকের।
প্রকাশনার ব্যয় নির্বাহের ক্ষেত্রে অনেকটা অপ্রত্যাশিতভাবেই সহায়তার হাত বাড়িয়ে দেয় নিউ সাউথ ওয়েলস সরকারের ওয়েস্টার্ন সিডনি প্রাইমারি হেলথ নেটওয়ার্ক।
বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের মাঝে এই সংকলনটি নিয়ে আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ করে মোস্তফা আব্দুল্লাহ বলেন, বাংলাদেশী নারীদের অভিবাসনের গল্প নিয়ে আরও একটি সংকলনের পরিকল্পনা করছেন এখন।
মোস্তফা আব্দুল্লাহর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।