গত শনিবার বিকেলে সিডনির বন্ডাই জংশনের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে একাধিক লোককে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।
এই ঘটনায় অন্তত ছয় জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিকাল সাড়ে তিনটার দিকে এক লোক বন্ডাই জংশনের ওয়েস্টফিল্ডে প্রবেশ করে এবং মানুষদেরকে ছুরিকাঘাত করতে থাকে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে একজন পুলিশ কর্মকর্তার গুলিতে আক্রমণকারী নিহত হয়।
সেখানে একটি ক্যাফেতে কাজ করেন আয়ুশ সিং। ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, লোকজন দৌঁড়াচ্ছিল, তবে ঠিক কী ঘটেছিল তিনি তখন বুঝতে পারেন নি।
নিউ সাউথ ওয়েলস পুলিস বলেছে, এটি কোনো সন্ত্রাসী আক্রমণ হিসেবে বিবেচিত হয় নি। আক্রমণকারীর পরিচয় সনাক্ত করেছে পুলিশ। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্থোনি কুক গণমাধ্যমে বলেছেন, আক্রমণকারী কুইন্সল্যান্ডের একজন পুরুষ। তার নাম জোয়েল কোচি, বয়স ৪০ বছর। তার মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল তবে সন্ত্রাসবাদের সঙ্গে তার কোনো যোগসূত্র ছিল না।
এই ঘটনা নিয়ে তদন্ত চলছে, বলেন তিনি।
নিহত ছয় জনের মধ্যে পাঁচ জনই নারী এবং একজন পুরুষ। নিহত নারীদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মাঝে। আর, নিহত পুরুষের বয়স ৩০ এর কোঠায়।
হতাহতদের মাঝে ৩৮ বছর বয়সী একজন মা অ্যাশ গুড ও তার নয় মাস বয়সী সন্তান রয়েছে। তিনি নিহত হয়েছেন তবে তার সন্তান আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার কুক বলেন, হতাহতদের মধ্যে কয়েকজন বিদেশীও রয়েছেন, যাদের কোনো আত্মীয়-স্বজন নেই অস্ট্রেলিয়ায়।
যারা ক্ষয়-ক্ষতি এড়ানোর জন্য চেষ্টা করেছেন, তাদের বীরত্বের প্রশংসা করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস।
প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি এই ঘটনাকে বোধশক্তির অতীত বলে অভিহিত করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকদেরকে সহায়তা করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব নেতৃবৃন্দ এই সহিংস ঘটনার প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।
বাকিংহাম প্যালেস থেকে ইস্যু করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা এই ঘটনায় আতঙ্কিত হয়েছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পোপ এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোর প্রতি বাণী পাঠিয়েছেন।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS