অস্ট্রেলিয়ায় কোভিড - ১৯ এর সংক্রমণ কমতে থাকায় জনমনে একটা প্রশান্তি ফিরে এসেছিলো। মানুষ যেন বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছে এমন একটা ধারণা নিয়ে চলাফেরা শুরু করেছিল। অনেক ক্ষেত্রে আরোপিত ও শিথিল করা বিধিনিষেধ গুলো মানছিলোনা। এরই মধ্যে আবার নতুন করে প্রাদুর্ভাব হালকা মাত্রায় ফিরে এসেছে। সরকার এবং স্বাস্থ্য কর্তপক্ষ কঠোর দৃষ্টি রেখেছে সেদিকে। এরই মধ্যে ভিক্টোরিয়া রাজ্যে দ্বিতীয়বার ফিরে আসা পাদুর্ভাবের মাত্রা অস্ট্রেলিয়ার যে কোনো রাজ্যের তুলনায় বেশি। নতুন করে ভিক্টোরিয়া রাজ্যে সংক্রমণ দেখা দেওয়ায় জনমনে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে । কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।কেন এই পরিস্থিতির উদ্ভব হলো। কেন কমতে থাকা পরিস্থিতি আবার নতুন করে ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে এ নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন ডাক্তার আসাদ শামস পেশায় তিনি একজন জেনারেল প্রাকটিশনার। তিনি কোভিড - ১৯ নিয়ে গবেষণা করছেন। ডাক্তার আসাদ শামসের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।