পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং এর ফলাফলটিকে কিভাবে দেখছেন অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয় বাঙালি কমিউনিটি।
মেলবোর্নের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এবং পেশায় একজন ব্যাংকার মিঃ সিদ্ধার্থ ব্যানার্জীর সাথে এ বিষয়ে কথা বলেছে এসবিএস বাংলা।
সদ্যসমাপ্ত নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেতে যাচ্ছে অন্তত ২১৩টি আসন এবং ৭৭টি আসন নিয়ে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভুত হতে যাচ্ছে বিজেপি, যারা কেন্দ্রে ভারতের ক্ষমতাসীন দল।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে মিঃ সিদ্ধার্থ ব্যানার্জী বলেন, পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনটি ভোটারদের কাছে ছিল 'পরিবর্তন নাকি প্রত্যাবর্তন' এবং ভোটের গতি প্রকৃতি দেখে মনে হয়েছে ভোটাররা মূলত দুভাগে ভাগ হয়ে গেছে।
এই নির্বাচনে প্রচারণা চালাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রীয় নেতা নজিরবিহীন এবং ব্যাপকভাবে রাজ্যটি সফর করেছেন।এ বিষয়ে মি: ব্যানার্জী বলেন, এটা সত্যি যে বিজেপি এবারের নির্বাচনে বেশ 'এন্টিসিপেটেড' ছিল, তারা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফলের ওপর নির্ভর করে বিরাট সাফল্যের স্বপ্ন দেখেছিলো।
Siddhartha Banerjee Source: Siddhartha Banerjee
"কিন্তু সাংগঠনিক দুর্বলতার কারণে তারা (বিজেপি) কাঙ্খিত ফলাফল ঘরে তুলতে পারেনি, তাছাড়া একটি শক্তিশালী আঞ্চলিক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের প্রচারণা তাদেরকে অনেকটাই 'অতিথি শিল্পীর' মতো মনে হয়েছে।"
নির্বাচনের আগে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
এ প্রসঙ্গে মি: ব্যানার্জী বলেন, বিজেপিতে 'ক্যান্ডিডেচার' বা প্রার্থী সংকট ছিল, যারা তৃণমূল ছেড়ে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তাদের ৯০ ভাগই সফল হননি।
"২০১৯ সালে বিজেপির পালে যে হাওয়া লেগেছিলো, সেটা অনেকটাই দূরে সরে গেলো।"
READ MORE
ভারতীয় সংবাদ: ৩ মে ২০২১
বিপরীতে তৃণমূল কংগ্রেস তাদের এজেন্ডাগুলো সফলভাবে মানুষের কাছে তুলে ধরতে পেরেছে এবং ফল ঘরে তুলতে পেরেছে বলে মনে করেন মিঃ সিদ্ধার্থ ব্যানার্জী।
এই নির্বাচনে ৪৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়া তৃণমূলের বিপরীতে বিজেপির আসন সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও তারা ভোট পেয়েছে প্রায় ৩৮ শতাংশ।
এই পরিপ্রেক্ষিত থেকে মিঃ ব্যানার্জী বলেন, বিজেপির এই উত্থান থেকে প্রতীয়মান হয় পশ্চিমবঙ্গে দলটি একটি ভালো অবস্থান তৈরী করতে পেরেছে এবং রাজ্য বিধানসভায় একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকারও সম্ভাবনা আছে।
মিঃ সিদ্ধার্থ ব্যানার্জীর পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ভিজিট করুন।
আরো দেখুন: