তিন বছর বিরতির পর এবার সিডনির ফেয়ারফিল্ডে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার বৈশাখী মেলা

বৈশাখী মেলার অন্যতম আয়োজক, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শেখ শামীমুল হক বলেন, আগামী বছর থেকে বৈশাখী মেলা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বৈশাখী মেলার অন্যতম আয়োজক, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শেখ শামীমুল হক বলেন, আগামী বছর থেকে বৈশাখী মেলা যথাসময়ে অনুষ্ঠিত হবে। Source: SBS

সিডনিতে প্রায় ৩০ বছর ধরে নিয়মিত বৈশাখী মেলার আয়োজন করে আসছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া। ১৮ জুন ২০২৩, রবিবার এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে। মেলার প্রস্তুতি ও নানা বিষয় নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন এর অন্যতম আয়োজক, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শেখ শামীমুল হক।


শেখ শামীমুল হকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share