'স্যার পিটার এলকাস: দ্য মিনড্রাল ডেথ' - অ্যামাজন থেকে বের হলো কিশোর শিক্ষার্থী য্যায়দানের ফ্যান্টাসী উপন্যাস

Book Cover mindral death.jpg

The story of 'Sir Peter Elcas: The Mindral Death' is set up in a land where sorcery hasn’t been seen in years, a young knight wakes with the ability to do magic. Credit: Amazon/ Jahan Hassan

মেধাবী কিশোর স্কুল শিক্ষার্থী য্যায়দান হাসান সম্প্রতি 'স্যার পিটার এলকাস: দ্য মিনড্রাল ডেথ' শিরোনামে একটি ৫০০ পৃষ্ঠার ফ্যান্টাসি উপন্যাস লিখেছে এবং তা প্রকাশিত হয়েছে। য্যায়দান সেলফ পাবলিশিং পদ্ধতিতে তার উপন্যাসটি কিন্ডল ডাইরেক্ট পাবলিশিং-এর মাধ্যমে অ্যামাজনে প্রকাশ করেছে। অল্প বয়স থেকেই য্যায়দানের বই পড়ার অভ্যাস – বিশেষ করে হ্যারি পটার সিরিজটি তার অনেকবার পড়া। য্যায়দান এবিষয়ে কথা বলেছে এসবিএস বাংলার সাথে।


একাদশ শ্রেণীর শিক্ষর্থী য্যায়দান হাসানের লেখালেখি নিয়ে ভীষণ আকাংখ্যা আছে। তার প্রতিফলন ঘটেছে তার সম্প্রতি প্রকাশিত 'স্যার পিটার এলকাস: দ্য মিনড্রাল ডেথ' শিরোনামে একটি ৫০০ পৃষ্ঠার ফ্যান্টাসি উপন্যাসে।

য্যায়দান জানায় যে, অ্যামাজনে এই উপন্যাসটি প্রকাশিত হওয়ার আগে থেকেই তার বেশ কিছু সমৃদ্ধ গল্প ও উপন্যাসের সাথে পরিচিতি ঘটে যা তাকে তার নিজস্ব কিছু তৈরি করতে পরিচালিত করেছিল।

য্যায়দান মনে করে যে, প্রত্যেকেরই আলাদা মানসিকতা, একটি আলাদা কল্পনা রয়েছে – আর লেখার মাধ্যমেই সে তার কল্পনা এবং তার গল্পগুলি অন্যদের মনে স্থানান্তর করার একটি অনন্য উপায় খুঁজে নিতে পারে, আর সেটাই সে করতে চেয়েছে।
20230112_113633.jpg
Zaydan Hassan is a fifteen years old aspiring writer, who very recently has written and published a 500 page fantasy novel titled “Sir Peter Elcas: The Mindral Death”. Credit: Jahan Hassan
য্যায়দান বলে যে, লেখালেখি সবসময়ই তার একটি বিশেষ শখ ছিল; ছোট থেকেই সে ঘরে ফিরে প্রায় প্রতিদিন স্যার পিটার সম্পর্কে কিছু লিখতো, সে তার কল্পনা থেকে অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারের মতো রহস্যময় গল্প তৈরি করতো।

২০২১ সালে য্যায়দান সিদ্ধান্ত নেয় যে সে পুরো উপন্যাসটি লিখে ফেলবে। তার স্কুলে পড়ার ফাঁকে ফাঁকেই স্যার পিটারকে নিয়ে তার উপন্যাস লেখা, সম্পাদনা, এবং লেখাটি চূড়ান্ত করতে তার প্রায় দেড় বছর লেগেছিল।

য্যায়দান তার গল্প কেডিপি (কিন্ডল ডাইরেক্ট পাবলিশিং)-এর মাধ্যমে অ্যামাজনে প্রকাশ করেছে। কেডিপি হচ্ছে একটি সেলফ পাবলিশিং ফর্ম।
'স্যার পিটার এলকাস: দ্য মিনড্রাল ডেথ' উপন্যাসের গল্পটি গড়ে উঠেছে এমন একটি দেশে যেখানে বছরের পর বছর জাদুবিদ্যা দেখা যায় নি। সেখানে একজন তরুণ নাইট জাদু করার ক্ষমতা নিয়ে জেগে ওঠে।

য্যায়দান তার উপন্যাস সম্পর্কে বলে যে, এতে এক ধরণের নতুন মধ্যযুগীয় ফ্যান্টাসির আবহ আছে – যার থিম হচ্ছে রহস্য, দুঃসাহসিকতা এবং অবশ্যই জাদুবিদ্যা।

য্যায়দান হাসানের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share