২০২০ সালে চ্যাটসউডে তার রেস্টুরেন্টের জন্য একটি লিজ চুক্তিতে স্বাক্ষর করেন তাসনীম আব্বাস। এর আগে করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে তিনি ও তার স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েন। এখন তাকে ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে।
তবে, ব্যবসা বন্ধ করার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটি হলো, তার ল্যান্ডলর্ড এখন অতিরিক্ত ভাড়া দাবি করছেন। যদিও টেনান্সির এখনও দু’বছর বাকি আছে।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
লং লিজের জন্য স্বাক্ষরকারী ব্যক্তিদের একজন হলেন মিজ আব্বাস। করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে এ রকম অবস্থায় নিপতিত হওয়ার কথা তারা এর আগে কখনই ভাবতে পারেন নি।
স্মল বিজনেস অ্যান্ড ফ্যামিলি এন্টারপ্রাইজ অমবাডজম্যান ব্রুস বিলসন এসবিএস-কে বলেন, স্মল বিজনেসের জন্য লং লিজের বিষয়টি নতুন কোনো বিষয় নয়। তবে, মহামারী চলমান থাকায় আর্থিক চাপ বাড়ছে।
এ-এন-জেড রয় মর্গানের সম্প্রতি প্রকাশিত তথ্য-উপাত্তে দেখা যায়, কোভিড-১৯ এর ওমিক্রন ভেরিয়েন্টের প্রভাবে ভোক্তাদের আস্থা প্রভাবিত হয়েছে এবং সূচক নেমে গেছে ৭.৬ শতাংশ। ২০২০ সালের অক্টোবরের পর এটাই সর্বনিম্ন।
এ-এন-জেড এর হেড অফ ইকোনমিক্স ডেভিড প্ল্যাঙ্ক বলেন, কোভিড-সংক্রমণ নিয়ে মানুষ উদ্বিগ্ন এবং অনিশ্চয়তা বোধ করছে।
মিজ আব্বাস বলেন, তারা আসলে বুঝতে পারেন নি যে, সবকিছু চলে গেছে।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: