মূল বিষয়:
- অস্ট্রেলিয়ায় গাড়ি বিক্রির তিনটি উপায় রয়েছে: ব্যক্তিগতভাবে সরাসরি ক্রেতার কাছে, ডিলারশিপের মাধ্যমে অথবা নিলামের মাধ্যমে।
- ব্যক্তিগতভাবে বিক্রি করার সময় এগুলো বিবেচনা করতে হয়: গাড়ির দাম, কোনও মেরামত করা প্রয়োজন কিনা এবং সেই সাথে অনেক স্টেটেই গাড়ি সড়কে চলাচলের উপযুক্ত কিনা সে বিষয়ে সার্টিফিকেট বাধ্যতামূলক।
- গাড়ি বিক্রির পরে আপনার স্টেটের মোটর রেজিস্ট্রি কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় নিবন্ধন সম্পূর্ণ করে মালিকানা বদল করা বাধ্যতামূলক।
যানবাহন কেনা-বেচা সংক্রান্ত তথ্য জানার জন্যে জাতীয় কোনো তথ্যকেন্দ্র নেই। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে বলা যায় যে, অস্ট্রেলিয়ায় ব্যবহৃত গাড়ির বাজার নতুন গাড়ির তুলনায় প্রায় তিন গুন বড়।
তাই বলা যায় সেকেন্ড-হ্যান্ড গাড়ির বিক্রেতা হিসাবে আপনার সামনে সম্ভাব্য ক্রেতার সংখ্যা নেহায়েত কম নয়। কিন্তু কীভাবে আপনি গাড়ি বিক্রির সম্পূর্ণ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করবেন?
নিউ সাউথ ওয়েলস ফেয়ার ট্রেডিং-এর রেগুলেটরি এনগেজমেন্টের পরিচালক ক্যাথি টাউনসেন্ড অস্ট্রেলিয়ায় গাড়ি বিক্রির জন্য উপলব্ধ উপায়গুলির ব্যাপারে তথ্য সরবরাহ করেন।
Credit: Alan Powdrill/Getty Images
ডিলারশিপের মাধ্যমে গাড়ি বিক্রি করতে চাইলে এর সাথে সম্পর্কিত ফিস ও অন্যান্য ব্যয় বিবেচনায় রাখা দরকার, কারণ সাধারণত গাড়িটি বিক্রি করার সময় তারা সেখান থেকে কিছু মুনাফা অর্জনের লক্ষ্য রাখে। বিকল্প উপায়ে, অর্থাৎ আপনি যদি কোনো অকশান হাউজের মাধ্যমে বিক্রি করতে চান, তাহলে বিক্রয় মূল্যের প্রায় ১০-১৫ শতাংশ কমিশন দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন মিজ টাউনসেন্ড।
আর ব্যক্তি পর্যায়ে সরাসরি ক্রেতার কাছে বিক্রয়ের ক্ষেত্রে গাড়ির নিবন্ধনের কাগজপত্র তৈরি থাকা অপরিহার্য।
concerned Asian Chinese mature woman comparing financial bill statement with bank on phone line Credit: Edwin Tan /Getty Images
আগ্রহী ও সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে যেকোনো প্রশ্নের উত্তর সময়মত দেয়া জরুরী, কারণ এটি দ্রুত এবং সফল বিক্রয়ের সম্ভাবনা বাড়িয়ে তোলে।
মিজ ফায়েলা বলেন, গাড়ির দাম নির্ধারণের আগে ভাল করে বাজার গবেষণা করা গুরুত্বপূর্ণ, কারণ সবার আগে দাম দেখেই আগ্রহী ক্রেতারা ঠিক করে থাকে যে আপনার গাড়িটি তারা কিনবে কিনা।
অ্যালেক্স ফরেস্ট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রয়্যাল অটোমোবিল ক্লাবে (আরএসি) ভিহিকলস অ্যান্ড ফুয়েলস এর ম্যানেজার।
তাঁর পরামর্শ হচ্ছে যে গাড়িটি বিক্রি করার আগে কোনো যান্ত্রিক মেরামত করা সম্ভাব্য ক্রেতাদের সাথে এর দাম এবং বিক্রির আলোচনাকে প্রভাবিত করতে পারে।
তবে গাড়ি বিক্রির ঠিক আগে আগে কোনো ঐচ্ছিক আপগ্রেড বা পরিবর্তন করা সব ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ নয়।
Australia Explained - Selling your Car - woman driving a car Credit: FG Trade/Getty Images
মিজ ফায়েলা পরামর্শ দিয়েছেন যে এই উদ্বেগটি মোকাবেলা করার উপায় রয়েছে। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, তাঁর গাড়ি বিক্রি করার সময় নিজ পরিবারের একজন সদস্যকে উপস্থিত থাকতে বলেছিলেন।
Australia Explained - Mechanic fixes engine Credit: Reza Estakhrian/Getty Images
একবার গাড়ি বিক্রি হয়ে গেলে তিনটি জরুরী কাজ মনে করে করতে হবে। সেগুলি হচ্ছে গাড়ির বীমা কোম্পানী এবং রোড-সাইড অ্যাসিস্ট্যান্স কোম্পানীর সাথে যোগাযোগ করা, টোলওয়ে অ্যাকাউন্টে পরবর্তী গাড়ির নাম্বার যোগ করা হয়েছে কিনা তা নিশ্চিত করা এবং আপনার স্টেট বা টেরিটরির মোটর রেজিস্ট্রি অফিসকে অবহিত করা।
Car repairman giving car keys to customer after success car repairing in garage Source: Moment RF / thianchai sitthikongsak/Getty Images