ভিসা ও ইমিগ্রেশন বিষয়ক প্রশ্ন যথোপযুক্ত ব্যক্তির কাছে করতে হবে

CBG Global Cover.jpeg

সিডনির লাকেম্বাতে সিবিজি গ্লোবালের উদ্যোগে গত ৭ অক্টোবর, ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল ক্যারিয়ার অ্যান্ড মাইগ্রেশন ইনফরমেশন সেশন। নতুন আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা ও ভিসা বিষয়ক নানা প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানটির প্রধান অতিথি, রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট ড. ফয়সাল আহমেদ এবং বিশেষ অতিথি, অস্ট্রেলিয়ান সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের আইনজীবি সারাহ আহমেদ। Source: Supplied / 𝗖𝗕𝗚 𝗚𝗹𝗼𝗯𝗮𝗹

সিডনির লাকেম্বাতে সিবিজি গ্লোবালের উদ্যোগে গত ৭ অক্টোবর, ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল ক্যারিয়ার অ্যান্ড মাইগ্রেশন ইনফরমেশন সেশন। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিবিজি গ্লোবালের চেয়ারম্যান সৈয়দ মাহবুব মোর্শেদ।


সিডনির বাংলাভাষী অধ্যুষিত লাকেম্বার গ্রামীন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ইনফরমেশন সেশনটিতে প্রায় অর্ধশত বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থী অংশ নেন বলে জানান সৈয়দ মাহবুব মোর্শেদ। ভিসা, ইমিগ্রেশন এবং ক্যারিয়ার পরিবর্তন বিষয়ক বিভিন্ন প্রশ্নের বিষয়ে তিনি বলেন,

“ভিসা রিলেটেড প্রশ্ন থাকলে, ক্যারিয়ার পরিবর্তন করতে চাইলে, ইমিগ্রেশন ল রিলেটেড কোনো প্রশ্ন থাকলে, আপনারা রাইট পারসনের কাছে সেই প্রশ্নটা করবেন।”

নতুন আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা ও ভিসা বিষয়ক নানা প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানটির প্রধান অতিথি, রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট ড. ফয়সাল আহমেদ এবং বিশেষ অতিথি, অস্ট্রেলিয়ান সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের আইনজীবি সারাহ আহমেদ।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিবিজি গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ড. রাজীব মজুমদার। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদের জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থা।

সৈয়দ মাহবুব মোর্শেদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share