অস্ট্রেলিয়ান হোমস্টে নেটওয়ার্ক (এএইচএন) পরিচালিত এই উদ্যোগে প্রায় ১,০০০ আন্তর্জাতিক শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ান পরিবার সমর্থন করেছেন , যারা কোভিড -১৯ অর্থনৈতিক সঙ্কটের কারণে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে তাদের বাসস্থান ভাগাভাগি করেছেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্ট নেটওয়ার্ক (আইএসএসএন) সফলভাবে সিডনীতে প্রথম হোমস্টে প্লেসমেন্ট করেছে। তাদেরই একজন বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থী সাদমান ওশান। এস বি এস বাংলা কে সাদমান ওশান তার এই দুঃসময়ের কথাগুলো বলেন। সাদমান ওশানের সাক্ষাৎকারটি শুনতে উপরের লিংকটিতে ক্লিক করুন।