করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অস্ট্রেলিয়ান সরকার তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। মার্চে বন্ধ হয়ে গেছে যাত্রী পরিবহনের বাণিজ্যিক বিমান চলাচল।আর এরই ফলে অস্ট্রেলিয়াতে আটকা পড়েছে উল্লখযোগ্য সংখ্যক বাংলাদেশী নাগরিক ও ছাত্র। বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার উদ্যোগে দুটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফিরে যেতে পেরেছেন প্রায় তিন শতাধিক বাংলাদেশী নাগরিক। এই দুটি ফ্লাইটের যাত্রীদের টিকেট সহ অন্য ভ্রমণ সহায়তা দিয়েছেন বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্ট মেলটন ট্রাভেলস। তবে এখনো উল্লোখযোগ্য সংখক বাংলাদেশী নাগরিক এখানে আটকা পরে আছেন,তারা আশা করছেন নিয়মিত ফ্লাইট চালু হলে তারা তাদের কাছে থাকা রিটার্ন টিকেট দিয়ে বাংলাদেশে ফিরে যাবেন। তবে এই মুহূর্তে কবে সেই সব ফ্লাইট চালু হবে তার কোনো নিশ্চয়তা নেই। তৃতীয় আরেকটি বিশেষ ফ্লাইট এর প্রয়োজন আছে কিনা। এবং যাদের কাছে রিটার্ন টিকেট রয়েছে সেগুলো তারা ব্যবহার করতে পারবেন কিনা এ সব বিষয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন মেলটন ট্রাভেলস এর ডিরেক্টর মাহতাব খান লিটু।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।