অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানে জুন প্রান্তিকে সাত শতাংশ অর্থনীতির সংকোচন নিশ্চিত করেছে।এটি সর্বকালের বৃহত্তম ত্রৈমাসিক পতন এবং ১৯৯১ সালের পর অস্ট্রেলিয়ার প্রথম মন্দার সূচনা করেছে ।পারিবারিক সঞ্চয় ১৯.৮ শতাংশে বেড়েছে - এটি ১৯৭৪ সালের পর থেকে সর্বোচ্চ স্তরের। কোভিড -১৯ এর লকডাউনগুলি বিচ্ছিন্ন ব্যয়, পরিষেবা, আমদানি এবং রফতানিতে বাঁধা ইত্যাদি অন্যতম কারণ বলে বলছেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রী স্কট মরিসন অনড় অর্থনীতি পুনরুদ্ধার করবেন।কিন্তু কিভাবে তা বলা হয়নি।এক শতাব্দীর কাছাকাছি সময়ে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটে রয়েছে অস্ট্রেলিয়া। ট্রেজারার জোশ ফ্রাইডেনবার্গ আরও সাহায্যের ইঙ্গিত দিচ্ছেন। এক্ষেত্রে ট্যাক্স কাট এর কথা বলা হচ্ছে। এই মন্দা থেকে উদ্ধার পাওয়ার উপায় কী? কতো দিন লাগতে পারে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য? এসব কিছু নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মোহাম্মদ আনোয়ার চৌধুরীকে ,যিনি সিনিয়র লেকচারার একাউন্টিং এন্ড ফাইন্যান্স হিসাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি অস্ট্রেলিয়ায় আসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষকতা করেন।এছাড়াও তিনি একজন চার্টার্ড একাউন্টেন্ট। মোহাম্মদ আনোয়ার চৌধুরী। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।