দার্জিলিংয়ের দেবাশীষ মোথের ছোটবেলা থেকেই আকাঙ্ক্ষা ছিল শান্তিনিকেতনে পড়াশোনা করার। একসময়ে তার স্বপ্ন পূরণ হয়। শান্তিনিকেতনে ১২ বছর কাটান তিনি। সেখানে অধ্যয়েনের সময়ে নেপালী হেরিটেজের এই তরুণ বাংলা শিখেন এবং একপর্যায়ে সমমনা কয়েকজনের সঙ্গে মিলে একটি ফিউশন ব্যান্ডদল গঠন করেন।
READ MORE
The Three Seas
বোলপুর, শান্তিনিকেতনের রাজু দাস বাউলের দাদা বাউল ছিলেন আর বাবা তবলা বাদক, বাউলদের সঙ্গে তিনি তবলা বাজাতেন। রাজু বলেন, তিনি আসলে বাউল ঘরানার পরিবার থেকেই এসেছেন।
মহীনের ঘোড়াগুলির কথা মনে আছে? ১৯৭৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা রক ব্যান্ড এটি। এর অন্যতম প্রতিষ্ঠাতা গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে, কলকাতার গৌরব চট্টোপাধ্যায় থ্রি সিজ-এর ড্রামার।
বহুসাংস্কৃতিক ব্যান্ডদল দ্য থ্রি সিজ সম্প্রতি অস্ট্রেলিয়া সফর করছে। ভারতের দার্জিলিং থেকে আসা এই দলটিতে দু’জন অস্ট্রেলীয় সদস্যও রয়েছেন। তারা বাংলা ও নেপালী ভাষায় গান করেন। Source: SBS / SBS Nepali/Krishna Pokhrel
এই ফিউশন ব্যান্ডদলটি বাউল গান, জ্যাজ, নেপালী এবং রক গান করে। এ পর্যন্ত তাদের ৩টি অ্যালবাম বেরিয়েছে। চতুর্থটি বের হওয়ার পথে, বলেন ড্রামার গৌরব চট্টোপাধ্যায় (গাবু)।
থ্রি সিজ বা তিন সমুদ্র-কে গৌরব থ্রি সি-জ বা ইংরেজি বর্ণ তিনটি সি বলেও অভিহিত করেন। তার মতে, এর মানে হলো ক্রস কালচারাল কোলাবোরেশন। তবে, সবমিলিয়ে, “এই ব্যান্ডটা কিন্তু একটা পরিবারের মতো”, বলেন গৌরব।
থ্রি সিজ ব্যান্ডটির সদস্যদের সাক্ষাৎকার শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: