কিভ সিটির ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ফাত্তাহ খান বলেন, আমরা এখন দেশে গিয়েই কী করবো? আমাদের তো সব শেষ।
ইউক্রেনের পরিস্থিতির উন্নতি হলে সেখানে ফিরতে চান তিনি।
“ব্যাক করার ইচ্ছা আছে। যদি সেখানের সমস্যাটির সমাধান হয়, তাহলে আমরা অবশ্যই সেখানে ব্যাক করবো। কারণ, আমাদের তো ঐখানে মানে টিউশন ফিজ সবগুলো দেওয়া, ইউনিভার্সিটিতে আমরা রেগুলার ক্লাসও করতাম।”
ইউক্রেন ছেড়ে ফ্রান্সে তার মতো আরও অনেক শিক্ষার্থী রয়েছেন, বলেন তিনি।
ফাত্তাহ খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: