ভিক্টোরিয়ার সিটি কাউন্সিল নির্বাচেনের প্রার্থী জাহিদ মজুমদার মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে সম্প্রদায়ের কাজ করতে চান

Melbourne City

Melbourne'da son 24 saatte 9 vaka tespit edildi. Source: Melbourne City Council

অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা যাচ্ছে।তবে এবারের ভিক্টোরি রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন। আমরা কথা বলেছি অনেকের সাথে। এই নির্বাচন নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন জাহিদ মজুমদার ,তিনি দীর্ঘদিন মেলবোর্ন প্রবাসী।বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ভিক্টোরিয়া বাংলাদেশ কমিউনিটি ফাউন্ডেশনের বর্তমান জেনারেল সেক্রেটারি তিনি।জাহিদ মজুমদারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Zahid Mazumder
Zahid Mazumder Source: Zahid Mazumder

Share