সাকিব নিষিদ্ধ হওয়া নিয়ে অনেক ‘কন্সপিরেসি থিয়োরি’ দাঁড়া করানো সম্ভব

Sakib Al Hasan

Shakib Al Hasan. Source: NurPhoto

Get the SBS Audio app

Other ways to listen


Published

By Abu Arefin
Source: SBS


Share this with family and friends


বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়া নিয়ে অনেক ‘কন্সপিরেসি থিয়োরি’ দাঁড়া করানো সম্ভব বলে মনে করেন অস্ট্রেলিয়ায় বিডি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম আয়োজক, ক্রিকেটার মিতুল হক।


ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই শাস্তির পরে এর পক্ষে-বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

অস্ট্রেলিয়ায় বিডি গোল্ডকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক, ক্রিকেটার মিতুল হক বলেন,

“রুলস আর রুলস। ল তো সবাইকে মানতে হবেই। সাকিবের পক্ষ থেকে যে জিনিসটা ওর ভুল হয়েছে সেটা হচ্ছে যে, এটা আসলে রুল ব্রেক করা।”

“এটা অবশ্যই আমাদের বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেটের জন্য একটা খারাপ খবর।”

“আমরা আসলে সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে পাব না।”

“একটা রুল ব্রেক হয়েছে এবং সেটার জন্য একটা পানিশমেন্ট। এটা আমাদের মেনে নিতে হবে।”

“আমরা চাইলে এটা নিয়ে অনেক কন্সপিরেসি থিয়োরি দাঁড়া করতে পারি।”

মিতুল হকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Mitul Haque
Cricket organiser & cricketer Mitul Haque. Source: Supplied


Follow SBS Bangla on .

Share