“দল হিসেবে বাংলাদেশ অনেক দূর এসেছে”

Mitul Haque

Cricket organiser & cricketer Mitul Haque. Source: Supplied

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বিডি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম আয়োজক, ক্রিকেটার মিতুল হক।


এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল ভাল ব্যাটিং করছে। টানা তিন ম্যাচে তারা ৩০০ রান ছাড়িয়েছে। বিশাল রানের টার্গেট তাড়া করতে গিয়েও সাহসের পরিচয় দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩২২ রান করে জিতেছে টাইগাররা। আর, অস্ট্রেলিয়ার পাহাড়সম ৩৮১ রান তাড়া করতে গিয়ে রেকর্ড-সংখ্যক ৩৩৩ রান করেছে তারা। খেলায় হেরেছে, তবে আশাবাদী হওয়ার সুযোগ রেখেছে মাশরাফির দল।

বাংলাদেশে-অস্ট্রেলিয়া ম্যাচ সম্পর্কে বিডি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম আয়োজক, ক্রিকেটার মিতুল হক বলেন,

“যদি আমরা ফিল্ডিংটা আরেকটু ভাল করতে পারতাম!”

বাংলাদেশের পেস বোলার রুবেল হোসেন খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচটিতে। মিতুল হক তার সম্পর্কে বলেন,

“রুবেল হোসেনকে নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম।”

“তার প্রথম কয়েক ওভারে রুবেল ভাল বোলিং করেছে।”

মিতুলের মতে, সেদিন পিচ অনেক স্লো ও ফ্লাট ছিল। বাংলাদেশ দলের ব্যাপারে এখনও আশাবাদী মিতুল হক। তার মতে, “দল হিসেবে বাংলাদেশ অনেক দূর এসেছে।”

তিনি বলেন, “সামনের প্রত্যেকটি খেলা আমাদেরকে জিততে হবে।”

মিতুল হকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share