আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া

অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার সামনে আজ মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেটে আজ নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচ শুরু হবে সিডনির সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। বিশ্বকাপে বাংলাদেশের এটি ষষ্ঠ ম্যাচ। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম।

Mashrafi Finch

Source: AAP Image/ Andrew Boyers/Pool

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করলেও  দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে পরাজয় এবং শ্রীলংকার সঙ্গে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগির জেরে সেমিফাইনালের দৌড়ে  অনেকটাই পিছিয়ে পড়েছে টাইগাররা।

পঞ্চম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়ের পর ফের সেমিতে ওঠার সম্ভাবনার ক্ষীণ আলো দেখছে বাংলাদেশ।সেমিফাইনালের আগে বাংলাদেশের সামনে রয়েছে আজকেরটিসহ ৪টি ম্যাচ।যদি এর সবগুলো ম্যাচ জিততে পারে মাশরাফি বাহিনী তাহলে সেমিতে যাওয়ার জন্য আর কোন সমীকরণেরই দরকার হবে না। যদি বাংলাদেশ ৩ টি ম্যাচ জিততে পারে তবে পয়েন্ট দাঁড়াবে ১১। এতেও সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের। এর ফলে পয়েন্ট টেবিলে নিচে থাকা কোন দলেরই আর বাংলাদেশকে টপকানোর সুযোগ থাকবে না।

ইতোমধ্যে ৫ ম্যাচের ৪টিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ড। অন্যদিকে, পাঁচ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চেয়ে নেট রান রেটে সুবিধাজনক অবস্থায় রয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এ পর্যন্ত শুধুমাত্র ভারতের সঙ্গে পরাজিত হয়েছে। আর ৪ ম্যাচে ৩টিতে জিতে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এ পর্যন্ত ওডিআইতে মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৮ টিতে আর বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে।একটি ম্যাচের কোনো ফলাফল হয় নি। বাংলাদেশের একমাত্র জয়টি ছিল ২০০৫ সালের ১৮ জুন, কার্ডিফের সোফিয়া গার্ডেনসে।
Shakib smashes century as Bangladesh sink West Indies
Source: Reuters
ক্যারিবিয়ানদের হারিয়ে অনেকটা  আত্মবিশ্বাসী  হয়েছে  টাইগাররা। ওই ম্যাচে সাকিবের সেঞ্চুরি, লিটনের সাহসী ইনিংস এবং এক ওভারে মোস্তাফিজের জোড়া উইকেট  সাহসী করে তুলেছে বাংলাদেশকে।২০০৫ সালের কার্ডিফের ওডিআই পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া বাংলাদেশ।
Bangladesh's Liton Das
Bangladesh batsman Liton Das. Source: AAP
মাঠে খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও সন্তুষ্ট ছিলেন না অধিনায়ক মাশরাফি।তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে এসব সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। সেটা আজ অস্ট্রেলিয়ার সঙ্গেও অব্যাহত থাকবে বলে আশা করছে বাংলাদেশের সমর্থকরা।

অন্যদিকে, চলতি বিশ্বকাপে দাপটের সঙ্গে  খেলছে ৫ বারের  বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের গতিময় বল মোকাবেলা করা খুবই কঠিন হয়ে উঠতে পারে বাংলাদেশের কাছে। অস্ট্রেলিয়ার  দুই ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার দলকে বরারব ভালো সূচনা এনে দিচ্ছেন। অন্যদিকে, মিডল অর্ডারে প্রতিপক্ষের বোলারদের আতঙ্ক হয়ে দেখা দিচ্ছেন স্টিভ স্মিথ।

চলতি বিশ্বকাপে আরেক আতঙ্কের নাম বৃষ্টি। তবে আজ নটিংহ্যামে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। যদি মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়, তার জন্য খেলা বন্ধ হয়ে যাওয়ার মত ঘটনা নাও ঘটতে পারে। নটিংহ্যামের উইকেটের চরিত্র বিশ্লেষণে বলা হয়েছে, সকালের দিকটা থাকবে ফাস্ট বোলারদের অনুকূলে। তবে বেলা যত গড়াবে ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্যও ততই বাড়বে। এক্ষেত্রে টস জয়ের সিদ্ধান্তর উপরেই ম্যাচের জয়-পরাজয় নির্ভর করবে বলে ক্রিকেট বোদ্ধাদের অভিমত।

Follow SBS Bangla on .



Share
Published 20 June 2019 12:52pm
By Abu Arefin

Share this with family and friends