এবারের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। প্রথমটিতে জয় লাভ করলেও পরের দুটিতে হেরে যাওয়ায় বাংলাদেশ দলের সমর্থকরা কিছুটা আশাহত।
সিডনি-প্রবাসী সাবেক ক্রিকেটার মোহাম্মদ খান তুষার বলেন,
“আমরা এবার আশা করেছিলাম বাংলাদেশ সেমি-ফাইনাল পর্যন্ত যাবে। আমরা এখনও আশা করছি বাংলাদেশের সে সম্ভাবনা আছে।”
বাংলাদেশ দলের খেলার মূল্যায়ণ করতে গিয়ে তিনি বলেন,
“প্রথম দুটি খেলায় বাংলাদেশ অবশ্যই খুবই ভাল খেলেছে। দ্বিতীয় ম্যাচটিতে ব্যাটিং আশানুরূপ হয় নি।”
তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশের খেলা দেখে তুষার কিছুটা হতাশ।
বাংলাদেশ দলে কিছুটা পরিবর্তন দেখতে চান তিনি। তার মতে, শ্রী লঙ্কার সঙ্গে খেলায় বাংলাদেশ দলে অবশ্যই পেস বোলার রুবেল এবং লিটন দাশকে নিতে হবে। তিনি বলেন,
“রুবেল হোসেনকে বসিয়ে রাখাটা কতোটুকু ঠিক ছিল তা আমার বোধগম্য নয়।” পরবর্তী ম্যাচগুলোতে রুবেলকে এবং লিটন দাশকে দেখতে চান তিনি।
“রুবেল হোসেনকে ডেফিনিটলি আমাদের দলে প্রয়োজন।”
মোহাম্মদ খান তুষারের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।