দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করলো বাংলাদেশ ক্রিকেট দল।
গত রবিবার ইংল্যান্ডের ওভালে টসে হেরে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ৭৮ এবং সাকিব আল হাসানের ৭৫ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে মাশরাফির দল। এটিই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৫ সালে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেটে করেছিল ৩২২ রান আর একই বছর এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে করেছিল ৩২৯ রান।
জবাবে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান করতে সমর্থ হয়। সাকিব ব্যাট হাতে ৭৫ রান ও বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন।
Omar Khalid Rumi Source: Supplied
বাংলাদেশ এতো রান করবে তা ভাবেন নি বাংলাদেশের জাতীয় দলের প্রথম দিকের ক্রিকেটার ওমর খালিদ রুমি। অস্ট্রেলিয়া প্রবাসী এই ক্রিকেটার পরবর্তীতে নির্বাচক ও বর্তমানে কাউন্সিলর হিসেবে কাজ করছেন।
বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রশংসার পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সমালোচনাও করেন। তার মতে, “সাউথ আফ্রিকার বোলিংয়ে ধার ছিল না।”
তার মতে, “৩৩০ রান তো সবসময় হবে না। আমাদের টার্গেট সবসময় ৩০০ প্লাস রান করা হতে হবে।” প্রথমে ব্যাটিং করলে তিনশ’র কাছাকাছি রান করতে পারলে ম্যাচ জেতার ভাল সম্ভাবনা থাকবে মনে করেন তিনি।
বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের মান নিয়েও সন্তুষ্ট তিনি। তার মতে, “ফিল্ডিং ঠিকই আছে, ফিল্ডিংয়ে কোনো সমস্যা নেই বাংলাদেশের।”
ওমর খালিদ রুমির সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।