ক্রিকেট বিশ্বকাপের এই ম্যাচটি নিয়ে উৎসাহের কমতি ছিল না দর্শক ও সমর্থকদের মাঝে। কিন্তু, বাদ সাধলো আবহাওয়া। পাকিস্তানের ইনিংসে ৩৫ ওভার শেষে বৃষ্টি নামলো। এই বৃষ্টিই কি পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়ালো?
টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ভারতের ব্যাটিংয়ের সময়ে ৪৬ ওভার ৪ বল খেলার পর বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। রোহিত শর্মার ১৪০ ও অধিনায়ক বিরাট কোহলির ৭৭ ও লোকেশ রাহুলের ৫৭ রানে ভর করে পাকিস্তানের সামনে ৩৩৭ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। জবাবে ৩৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে পাকিস্তান। তখন আবারও বৃষ্টি নামে। নতুন করে পাকিস্তানকে টার্গেট দেওয়া হয় ৪০ ওভারে ৩০২ রানের। ৪০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২১২ রান। এভাবে ৮৯ রানে হেরে যায় সরফরাজের দল।
বৃষ্টিকে দোষারোপের পাশাপাশি পাকিস্তানের পারফর্মেন্সের সমালোচনায় মুখর হচ্ছেন সমর্থকেরা।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।