শুধু উবার নয় কর্মক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে : রায় চন্দ্র

uber eats

A food delivery rider. Source: Getty images

অস্ট্রেলিয়ায় সম্প্রতি ফুড ও অন্যান্য ডেলিভারি রাইডারদের মধ্যে বেশ কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন । সিডনির রকডেলে বাংলাদেশী শিক্ষার্থী, উবার-ইটস রাইডার বিজয় পাল সহ সম্প্রতি আরও কয়েক জন কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি এখন সামনে চলে এসেছে।এসবিএস বাংলার সাথে এ নিয়ে কথা বলেছেন রায় চন্দ্র যিনি একজন সলিসিটার। রায় চন্দ্রের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Roy Chandra
Roy Chandra Source: Roy Chandra

Share