SBS Examines: আর্থিক নিপীড়ণ পারিবারিক সহিংসতার একটি সাধারণ ঘটনা, তা সত্ত্বেও এটি এখনও কেন অস্বীকৃত?

Untitled design (2).png

Migrant women in Australia are at higher risk of experiencing domestic violence including lesser known forms such as financial abuse.

অস্ট্রেলিয়ায় প্রতি চার জন নারীর মধ্যে একজন ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। যাঁরা সাহায্য চেয়েছেন, তাঁদের ৯০ শতাংশই আর্থিক নির্যাতনের শিকার হয়েছেন। এসবিএস এক্সামিনসের এই পর্বে আমরা আর্থিক নির্যাতন এবং অভিবাসী নারীদের উপর এর প্রভাব নিয়ে অনুসন্ধান করেছি।


একটি সতর্কবার্তা: এই পডকাস্টে গার্হস্থ্য সহিংসতা নিয়ে আলোচনা করা হয়েছে।

ইয়াসমিন (ছদ্মনামে) একজন নারী বলছিলেন তার অভিজ্ঞতার কথা।

ইয়াসমিনের বিয়ে হয়েছিল তাঁর নিজের দেশে, এটি পারিবারিকভাবে ঠিক করা হয়েছিল।

বিয়ের কয়েকদিনের মধ্যেই তাঁর স্বামী অস্ট্রেলিয়ায় চলে আসেন। ইয়াসমিন তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া আসার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী।

সন্তান জন্মের পর, তিনি ও তাঁর সন্তান একসাথে অস্ট্রেলিয়ায় যান তাঁর স্বামীর সঙ্গে থাকার জন্য। কিন্তু আসার পর তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।

ইয়াসমিন বলেন: "পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে।"

তাঁর স্বামী ইয়াসমিনের অর্থের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, প্রয়োজনীয় খরচের জন্য টাকা দিতেন না, সন্তান পালনের জন্য প্রাপ্ত সরকারি অর্থ নিজের খরচে ব্যয় করতেন এবং ইয়াসমিনকে কাজ করতে নিরুৎসাহিত করতেন।
আরও শুনুন
Victims of domestic violence with temporary visa can apply for PR by themselves: Barrister Abu image

পারিবারিক সহিংসতার শিকার অস্থায়ী পার্টনার ভিসাধারীরা নিজেরাই পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন করতে পারবেন: ব্যারিস্টার আবু

SBS Bangla

08:29
যখন ইয়াসমিন চাকরি করতে শুরু করেন, তখন তাঁর আয়-উপার্জনও স্বামী নিয়ে নেন।

ইয়াসমিন আরও বলেন, "সাত বছর ধরে তিনি সম্পর্ক টিকিয়ে রাখার আশায় থেকে গিয়েছিলেন। কিন্তু যখন শারীরিক নির্যাতন শুরু হয়, তখন তিনি জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন।"

বন্ধুদের সহায়তায় ইয়াসমিন পুলিশে অভিযোগ করেন।

আজ ইয়াসমিন একজন কর্মজীবী সিঙ্গেল মাদার বা একক মা।

ড. ফারজানা মাহবুবা অস্ট্রেলিয়ায় বসবাসকারী করছেন।

তিনি বলেন, আর্থিক নির্যাতনের পেছনে থাকে ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা।

ড. ফারজানা বলেন, "সহিংসতা চিহ্নিত করাও একটি চ্যালেঞ্জ, কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়াটা আরও কঠিন।"

সামাজিক ও সাংস্কৃতিক বাধা এবং ভিসা সংক্রান্ত জটিলতা—এই কারণগুলোই অনেক নারীকে নির্যাতন সত্ত্বেও সম্পর্ক ছাড়তে বাধা দেয়।

তিনি আরও বলেন, ইয়াসমিনের মতো অনেক নারীই পুলিশে অভিযোগ করতে দ্বিধাবোধ করেন।

ড. সাবরিন ফারুকী, কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক (Cultural Diversity Network)-এর প্রতিষ্ঠাতা। এই সংস্থা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সহায়তা প্রদান করে।

তিনি বলেন, পারিবারিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই কলঙ্ক ও ভুল ধারণা দূর করতে পারে।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি পারিবারিক সহিংসতার শিকার হন, তাহলে ১৮০০ RESPECT (১৮০০ ৭৩৭ ৭৩২) এই নম্বরে যোগাযোগ করুন।

ইংরেজি ছাড়া অন্য ভাষায় সহায়তার জন্য যোগাযোগ করুন InTouch: ১৮০০ ৭৫৫ ৯৮৮।
আরও শুনুন
Bangla_SBSExamines_sexual harrasment_291124.mp3 image

SBS Examines - অস্ট্রেলিয়ার কর্মক্ষেত্রগুলো কি অভিবাসী নারীদের জন্য নিরাপদ?

SBS Bangla

08:01
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং 
 ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 


Share