সম্প্রতি হাইকোর্টের প্রাক্তন এক বিচারপতির যৌন অসদাচরনের বিস্ফোরক সংবাদ প্রকাশের পর কর্মীদের যৌন হয়রানি রোধ করতে অস্ট্রেলিয়ার নিয়োগকারীদের শক্তিশালী নীতিমালা প্রয়োগ করতে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা ব্যবস্থা উন্নত করার আহ্বান জানান হয়েছে। কর্মক্ষেত্রে নারীরা প্রায়ই কমবেশি যৌন হয়রানির শিকার হচ্ছেন।এক সমীক্ষায় দেখা গেছে বিশেষ করে অভিবাসী সম্প্রাদয়ের কেউ কেউ মৌখিক বা শারীরিক যৌন হয়রানির শিকার হচ্ছেন। সাংস্কৃতিক ব্যবধান থাকায় তারা এর প্রতিবাদ করছেন না বা নীরবে সয়ে যাচ্ছেন। তবে আসার কথা হলো যে এখন নারীরা অনেক সচেতন এবং প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছেন। আর এই নারী জাগরণের জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন নারীবাদী সংগঠনগুলো । এস বি এস বাংলার সাথে কথা বলেছেন মোল্লাহ উম্মাহ ফারাহ কান্তা , যিনি একজন সলিসিটার / ডিরেক্টর / মাইগ্রেশন এজেন্ট এবং ব্যারিস্টার ও সলিসিটার সুপ্রিম কোর্ট অফ নিউ সাউথ ওয়েলস। তার আরেক পরিচয় তিনি একজন নারীবাদী আন্দোলনের কর্মী / সংগঠক। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।