ইমরান এবং কনা দুজনেই বর্তমান সময়ের ব্যস্ত শিল্পী।
ওয়েস্টার্ন রকস মেলবোর্নের আমন্ত্রণে শিল্পীরা এসেছিলেন। মেলবোর্নের পশ্চিমের শহরতলী ওয়েরেবির এনকোর ইভেন্টস সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটিতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরাও অংশ নেন।
ওয়েস্টার্ন রকসের সৌজন্যে এসবিএস বাংলার পাঠকদের জন্য অনুষ্ঠানটির কিছু ছবি।
Bangladeshi Singer Kona performs in a Melbourne programme. Credit: Western Rocks Melbourne
Local artists also participated in the event. Credit: Western Rocks Melbourne
Bangladeshi singer performs in the Melbourne programme. Credit: Western Rocks Melbourne
A section of audience is seen in the programme. Credit: Western Rocks Melbourne