২০২২ ন্যাশনাল লিডারশিপ ফোরামে অংশ নিলেন বাংলাদেশি শিক্ষার্থী জাফরিন, কাজ করতে চান মানসিক স্বাস্থ্য নিয়ে

Jafrin cover photo (2).jpg

Jafrin Kabir (Standing first from the left), an international student at Australian Catholic University, is seen with her fellow participants in the 2022 National Leadership Forum in Canberra, ACT. Credit: Jafrin Kabir

মূল্যবোধ, সহমর্মিতা এবং যোগাযোগের ব্রত নিয়ে গত ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ২০২২ ন্যাশনাল লিডারশিপ ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেলো। ক্যানবেরাতে অনুষ্ঠিত ১৮ থেকে ২৬ বছর বয়সী তরুণদের এই ফোরামে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী জাফরিন কবির।


চার দিনব্যাপী ন্যাশনাল লিডারশিপ ফোরামের এই প্রোগ্রামে উদীয়মান অস্ট্রেলিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তরুণ নেতারা অংশ নেন।

এতে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের শিক্ষার্থী জাফরিন কবির।

জাফরিন কবির বলেন, এই ফোরামে তিনি সংসদ সদস্য, ব্যবসায়িক নেতা এবং অন্যান্য তরুণ নেতাদের সাথে মতবিনিময় করেছেন।

"কীভাবে তারা তাদের নেতৃত্বের গুণাবলী প্রসারিত করেন এবং অন্যদের সেবা করতে তা কাজে লাগান - এসব বিষয়ে কর্মশালা, ছোট গ্রুপ সেশন, প্যানেল আলোচনা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত ছিল এই ফোরামে", বলেন তিনি।

জাফরিন কবিরের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে,  প্রতি সোম ও শনিবার  সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share