হাইলাইটস
- এ বছর সিটিজেন অফ দ্য ইয়ার ইয়াং অ্যাডাল্ট ফাইনালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সারণী রায়।
- সমাজে শান্তি এবং সামাজিক-ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ২০২০ সালে তিনি সারণী রায় ফাউন্ডেশন গঠন করেন তিনি।
Saroni with the Right Worshipful Lord Mayor Councillor Bob Dwyer. Source: Saroni Roy/City of Parramatta Council
অস্ট্রেলিয়ান অভিনেত্রী, মিজ ইনডিয়া অস্ট্রেলিয়া গুডউইল অ্যামবাসাডর সারণী রায় লোকাল কমিউনিটিতে দীর্ঘদিন ধরে নানাভাবে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর সিটিজেন অফ দ্য ইয়ার ইয়াং অ্যাডাল্ট ফাইনালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।
সারণী রায় বলেন,
“আমি যে ক্ষেত্রে কাজ করি এটা বিশ্বশান্তির জন্য। আর্ট এবং বহুসাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বিশ্বশান্তি।”
২০-৩৯ বছর বয়সী নাগরিকরা যারা লোকাল কমিউনিটিতে উল্লেখযোগ্য অবদান রাখেন, তারাই মূলত এই অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হয়ে থাকেন।
সারণী রায়ের জন্ম ভারতের জামশেদপুরে ও পড়াশোনা মুম্বাই-এ। সেখানে তিনি সাংবাদিকতা করেছেন। অস্ট্রেলিয়ায় আসার পর তিনি শিক্ষকতা করেছেন। অভিবাসীদেরকে ইংরেজি পড়াতেন।
ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি দমে যান নি। তিনি প্রাতিষ্ঠানিকভাবে অভিনয় শিখেন ও অভিনেত্রী হিসেবে কাজ করা শুরু করেন। এক পর্যায়ে তিনি মডেলিং-এর জগতেও প্রবেশ করেন।
সমাজে শান্তি এবং সামাজিক-ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ২০২০ সালে তিনি সারণী রায় ফাউন্ডেশন গঠন করেন।
তিনি বলেন,
“(প্যারামাটা কাউন্সিল এলাকায়) আমাদের মধ্যে বেশিরভাগ লোকের আমাদের নিজেদের দেশে যুদ্ধ-বিগ্রহের অভিজ্ঞতা রয়েছে। তাই, সারণী রায় ফাউন্ডেশন মূলত একটি সোশাল এন্টারপ্রাইজ। বৈচিত্র, সাসটেইনেবিলিটি এবং সামাজিক ন্যায়-বিচার প্রতিষ্ঠার জন্য এটি কাজ করে।”
নারী নেতৃত্বের বিকাশেও তিনি অবদান রাখতে চান। এ রকম একটি কার্যক্রমে তিনি অংশ নিয়েছেন, যেটি এ বছরের মার্চে আন্তর্জাতিক নারী দিবসে শুরু করা হবে।
তিনি বলেন,
“এই দশকে নারী নেতৃত্ব অনেক বৃদ্ধি পেয়েছে।”
সারণী রায়ের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।