সিরিজের শেষ ম্যাচে জয়ের আশা জাগিয়েও ১ রানে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের করা ১৪৫ রানের জবাবে লড়াইটা ভালোই চালিয়ে নিচ্ছিলেন মুশফিক- মাহমুদুল্লাহ জুটি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের।
”মুশফিক- মাহমুদুল্লাহ আমাদের সেরা ব্যাটসম্যান। গতকাল আবারো তা প্রমাণ করল তারা,” বলেছেন আইসিসি এশিয়া বিভাগের ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল।
"সাকিব খেলোয়াড় হিসেবে ভালো, এটা প্রমাণিত। তবে অধিনায়ক হিসেবে নয়।"

Mohammad Mahmudullah. Source: AAP

Aminul Islam Bulbul. Source: Supplied
তবে, সিরিজ হারের জন্য শুধু অধিনায়ক নয় বরং পুরো টিম ম্যানেজমেন্টকেই দুষছেন তিনি।
টি- টোয়েন্টিতে ভালো করতে হলে ঘরোয়া ক্রিকেট লীগে আরো বেশী মনোযোগ দেয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

Shakib Al Hasan. Source: AAP
এসবিএস বাংলা