গত ১২ই অক্টোবর শুক্রবার সন্ধায় মেলবোর্নের একটি কমিউনিটি সেন্টারে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি)-অস্ট্রেলিয়া অধ্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল “আইইবি”-এর ভিক্টোরিয়া রাজ্য চ্যাপ্টার এবং সভাপতিত্ব করেন “আইইবি”-অস্ট্রেলিয়া চ্যাপ্টার-এর ভিক্টোরিয়া রাজ্যের আহ্বায়ক প্রকৌশলী নুসরাত ইসলাম বর্ষা।বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন ভিক্টোরিয়া চাপ্টারের সদস্য-সচিব মেহেদী হাসান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন “আইইবি”-এর সম্মানিত সাধারণ সম্পাদক, প্রকৌশলী খোন্দকার মঞ্জুর মোরশেদ; বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন “আইইবি”-এর সম্মানিত সহকারি সাধারণ সম্পাদক, প্রকৌশলী খাইরুল বাসার ও “আইইবি” মহিলা কমিটির সাধারণ সম্পাদক, খোন্দকার ফারা যেবা ।
Engineer Mehedi Hasan Babu, member-secretary, IEB, Australia, Victoria Chapter. Source: Supplied
মুল বক্তব্য উপস্থাপন করেন অস্ট্রেলিয়া চ্যাপ্টারের আহ্বায়ক প্রকৌশলী ড. কাইউম জামান। আরও বক্তব্য রাখেন ভিক্টোরিয়ার একটি লোকাল কাউন্সিলের সিনিওর প্রকৌশলী এহতেশামুল কবির পিকলু এবং অস্ট্রেলিয়ার “আরএমআইটি” বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শামস রহমান ও ড. ফিরোজ আলম।
বাংলাদেশ থেকে আগত অতিথিগণ কেক কেটে “আইইবি”-অস্ট্রেলিয়া অধ্যায়ের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করেন। বক্তারা অস্ট্রেলিয়াতে বসবাসরত বাংলাদেশী প্রকৌশলীদের নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করে যাবার জন্য প্রশংসা করেন। আয়োজকগণ “আইইবি”-অস্ট্রেলিয়া চ্যাপ্টারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তারা নিয়মিত সভা, সেমিনার এবং ওয়ার্কশপের মাধ্যমে প্রকৌশলীদের পেশাদারী উন্নয়নের সুযোগ করে দিতে চান। বক্তারা আশা প্রকাশ করেন যে, “আইইবি”-অস্ট্রেলিয়া চ্যাপ্টার-এর মধ্য দিয়ে তরুণ প্রকৌশলীরা বিশেষভাবে উপকৃত হবে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রোড সেফটি ক্যাম্পেইন চালু করা হয়। রোড সেফটি-এর উপরে বিশেষজ্ঞ প্রতিবেদন উপস্থাপন করেন প্রকৌশলী এহতেশামুল কবির পিকলু। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিল প্রকৌশলী রাক্সান্দ কামাল ও ফারজানা নিঝু।
Inauguratoin of IEB Australia Chapter. Source: Supplied
“আইইবি” অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া চ্যাপ্টারের সদস্য-সচিব মেহেদি হাসান বাবুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।