উচ্চতর গবেষণা ও নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে অস্ট্রেলিয়ান অ্যারোস্পেস শিল্পে অবদান রাখতে চান কৃতী শিক্ষার্থী আয়মান মিয়াজি

Ayman Miazi Monash University Student

অর্ডার অব অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন স্কলারশিপ বিজয়ী আয়মান মিয়াজি Source: Supplied / Aminul Miazi

মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী আয়মান মিয়াজি। তিনি পড়ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে। সম্প্রতি তিনি সহ পাঁচজন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে অর্ডার অব অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন। এসবিএস বাংলার সাথে তার এই অর্জন নিয়ে কথা বলেছেন তিনি।


ছোটবেলা থেকেই স্পেস নিয়ে আগ্রহী ছিলেন আয়মান। এসবিএস বাংলাকে তিনি জানান, স্পেস, সায়েন্স, লেগো এবং কনস্ট্রাকশন নিয়ে তার যে আগ্রহ রয়েছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার পেছনে কাজ করেছে সেটি।

অর্ডার অব অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত এই স্কলারশিপের আর্থিক মূল্যমান ৪০ হাজার ডলার। সেই সাথে অ্যাসোসিয়েশনের একজন সদস্য মেন্টর হিসেবে কাজ করবেন বৃত্তিপ্রাপ্তদের সঙ্গে।
Ayman Miazi 2
Source: Supplied / Aminul Miazi
আয়মান বলেন,
পশ্চিমা অন্য দেশগুলোর তুলনায় এই ফিল্ডে কিছুটা পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, তাই এখনও এখানে কাজ করার অনেক সুযোগ রয়ে গেছে

পড়াশোনা শেষ করে এ-বিষয়ে আরও গবেষণার ইচ্ছা রয়েছে আয়মান মিয়াজি-র। সেই সাথে নিজের একটি কোম্পানি শুরু করার ইচ্ছাও রয়েছে।

নিজের অর্জনের পেছনে বাবা-মায়ের অবদানের কথা জানান আয়মান। তাঁদের উৎসাহ ও ত্যাগস্বীকার জীবনে আরও ভালো করার প্রেরণা জোগায় তাকে। সেই সাথে বন্ধুবান্ধব ও শিক্ষকেরাও উৎসাহ দিয়ে এসেছে আয়মানকে।

এসবিএস বাংলার পক্ষ থেকে আয়মান মিয়াজি-র এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন তারেক নূরুল হাসান।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ার বাটনে
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং  ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share

Recommended for you