বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (BAMSSA) প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। এই সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ওয়াজিদ বলেন, অনেক আগে থেকে সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশী ডাক্তাররা বসবাস করতেন। তবে, তার মতে,
“বাংলাদেশী ডাক্তারদের আসা শুরু হয়েছে ২০০৮-২০০৯ সালের কাছাকাছি সময়ে। তখন মাত্র ২-৪ জন ছিল। ২০১০ থেকে এখানে বেশ ক’জন ডাক্তার আসেন, বাংলাদেশ থেকে।”
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
“আমার মনে হয় তখন প্রায় ১৫০ জনের মতো ডাক্তার একসঙ্গে আমরা ছিলাম এখানে।”
ডাক্তার ওয়াজিদ বলেন,
“বেশিরভাগ ডাক্তারই ছিল নবাগত। বাংলাদেশ থেকে আগত। যারা তখনও সিস্টেমে ঢুকতে পারেন নি। তারা এসে কী করবে, কিছুই বুঝতে পারতো না। কীভাবে অগ্রসর হবে, কীভাবে হেলথ সিস্টেমে ঢুকবে, জব করবে, কীভাবে পরীক্ষা দিবে, এগুলো সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না।”
“সিনিয়র ডাক্তার হিসেবে অথবা বিদ্যমান কর্মরত ডাক্তার হিসেবে আমরা মনে করলাম যে, এটা আমাদের দায়িত্ব, আমাদের ফেলো বাংলাদেশী ডাক্তারদের সহযোগিতা করা। মূলত, এই ধারণা থেকেই আমরা শুরু করেছি এ ধরণের প্রচেষ্টা।”প্রথম দিকে সাংগঠনিক কোনো কাঠামো না থাকলেও, ডা. ওয়াজিদ বলেন, পরবর্তীতে তারা ভাবলেন যে, এটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়া দরকার।
বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (BAMSSA) এর প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ ওয়াজিদ বলেন, বামসার কার্যক্রম অনেক বিস্তৃত হয়েছে। Source: SBS Bangla
“অবশেষে ২০১৩ সালের সেপ্টেম্বরে আমরা এখানকার বাংলাদেশী ডাক্তাররা মিলে গঠন করি বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া। সংক্ষেপে এটাকে বামসা (BAMSSA) বলা হয়।”
বাংলাদেশ থেকে আগত ডাক্তারদেরকে পেশাগত উন্নতির ক্ষেত্রে সহায়তা করে থাকে এই সংগঠনটি। নবাগত ডাক্তারদের পরিবারকে এখানে সেটেলেমেন্টের ক্ষেত্রে সহায়তা করা হয়, বলেন ডাক্তার ওয়াজিদ।
তার মতে, বামসার কার্যক্রম আরও অনেক ব্যাপকতা লাভ করেছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করতে কাজ করছে বামসা।
ডাক্তার মোহাম্মদ ওয়াজিদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: ।