আজকের শীর্ষ খবর
- HECS ঋণ রয়েছে এমন অস্ট্রেলিয়ানদের মধ্যে যারা আবাসন বাজারে প্রবেশ করতে চাইছেন, লোনের শর্ত পূরণে তাদের জন্যে কিছু বদল নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে।
- লন্ডনে একজন পুলিশ কর্মকর্তাকে বর্ণবাদী নির্যাতনের অভিযোগ থেকে খালাস পেয়েছেন অস্ট্রেলিয়ান ফুটবলার স্যাম কের।
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন যে তিনি ট্রাম্পের জারি করা ইস্পাত শুল্ক থেকে অস্ট্রেলিয়ার ছাড় পাওয়ার সম্ভাবনা সম্পর্কে আশাবাদী রয়েছেন, এই শুল্ক মার্চ মাসে কার্যকর হতে চলেছে।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন