এসবিএস বাংলা শীর্ষ খবর: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

MELBOURNE VALENTINES DAY FEATURE

Hong Ta wraps a bouquet of red roses for retail at Mr Fresh Wholesale Flowers in Melbourne, Thursday, February 13, 2025. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর
  • অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দুই নার্সের ইহুদিবিদ্বেষী মন্তব্যের একটি ভাইরাল ভিডিওর নিন্দায় সামিল হয়েছেন দেশটির মুসলিমরা।
  • চীন সরকার এই সপ্তাহের শুরুতে দক্ষিণ চীন সাগরে একটি অস্ট্রেলিয়ান সামরিক বিমানের ৩০ মিটারের মধ্যে ফ্লেয়ার ছোঁড়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে।
  • অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বলছে যে তারা এই ভ্যালেন্টাইনস ডে-তে রোম্যান্স স্ক্যামারদের পরিকল্পনা উল্টে দিচ্ছে অনলাইনে তাদের ব্যবহৃত বাস্তব জীবনের সংলাপ প্রকাশ করার মাধ্যমে।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share