অস্ট্রেলিয়া সরকারের সায়েন্স এজেন্সী সিএসআইআরও, এই প্রতিষ্ঠানে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন ডঃ নওশাদ হক। সম্প্রতি তিনি বাংলাদেশ গবেষনা সহযোগিতা পুরস্কার ২০২০ পেয়েছেন বাংলাদেশ বিসিএসআইআরকে গবেষণা সহযোগিতার জন্য। ডঃ নওশাদ হক এসবিএস বাংলাকে জানাচ্ছেন এই পুরস্কারটি কেন তার জন্য তাৎপর্যপূর্ণ।
Bangladeshi scientist Dr Nawshad Haque Source: Dr Nawshad Haque
হাইলাইটস
- বাংলাদেশ গবেষনা সহযোগিতা পুরস্কার ২০২০ পেয়ে ডঃ নওশাদ হক বলেন, পুরস্কারটি তার মাতৃভূমির সাথে সম্পর্কিত, আর তাই এটি তার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি বাংলাদেশের বিজ্ঞান গবেষনার উন্নয়নে কাজ অব্যাহত রাখতে চান।
- তিনি এর আগেও একাধিক টিচিং ফেলোশিপ এবং ভিজিটিং সায়েন্টিস্ট হিসাবে পুরষ্কার পেয়েছিলেন বিভিন্ন গবেষনাগারে বিভিন্ন সময়ে।
- বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, দুই দেশের সরকারী বিজ্ঞান সংস্থার এই গবেষনার সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আরও পরিশ্রম অব্যাহত রাখবেন বলে তার প্রত্যাশা।
ডঃ নওশাদ হকের পুরো সাক্ষাতকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আরও দেখুনঃ