বঙ্গবন্ধু পরিষদ সিডনির বৈশাখী মেলা এবার ব্যাংকসটাউনে

Boishakhi Mela Tempe 2017

Boishakhi Mela Tempe 2017 Source: ALC Community Engagement

সিডনিতে দীর্ঘ ১৮ বছর ধরে বৈশাখী মেলার আয়োজন করছেন গাউসুল আলম শাহজাদা। বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার ব্যানারে এই মেলাটি অনুষ্ঠিত হয় প্রতিবছর বৈশাখে। গত দু’বছর সিডনির ফেয়ারফিল্ডে অনুষ্ঠিত হলেও এবার মেলার স্থান পরিবর্তন করা হচ্ছে। ৪ এপ্রিল শনিবার এবারের মেলা অনুষ্ঠিত হবে ব্যাংকসটাউনের পেসওয়েতে।


বাংলা বর্ষবরণ ১৪২৭ উদযাপনকে সামনে রেখে সিডনিতে আবারও আয়োজন করা হচ্ছে অসট্রালবিল্ড বৈশাখী মেলার। আগামী ৪ এপ্রিল, শনিবার এটি অনুষ্ঠিত হবে নতুন ভেন্যু ব্যাংকসটাউনের পেসওয়ে গ্রাউন্ডে। এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

এই মেলাতে অংশ নিতে বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় লোক-সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। দিনব্যাপী নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাতে আতশবাজির জমকালো আয়োজনও রাখা হচ্ছে।
Gausul Shahajada Alam
Gausul Shahajada Alam. Source: SBS Bangla
এই মেলার আয়োজনে রয়েছে বঙ্গবন্ধু পরিষদ সিডনি। মেলার প্রস্তুতি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন এর অন্যতম আয়োজক গাউসুল আলম শাহজাদা।

এবারের নতুন ভেন্যু সম্পর্কে জনাব শাহজাদা বলেন, এখানে অনেক বেশি সুযোগ-সুবিধা পাওয়া যাবে। ব্যাংকসটাউন রেলস্টেশন থেকে এই মেলাতে যাওয়ার জন্য ফ্রি শাটল বাসের ব্যবস্থা রাখা হবে বলে জানান তিনি।

গাউসুল আলম শাহজাদার সাক্ষাৎটারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share