গত ২৯ অক্টোবর ২০২২, শনিবার সিডনির ওয়েন্টওয়ার্থভিলে অনুষ্ঠিত হয়ে গেল দিওয়ালী উৎসব। এর আয়োজনে ছিল কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল। এই উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেন ডেপুটি মেয়র সুমন সাহা।
সুমন সাহার সাক্ষাৎকারে উঠে এসেছে ডেপুটি মেয়র হিসেবে তার বিভিন্ন দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা।
তিনি বলেন, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এলাকা অস্ট্রেলিয়ার অন্যতম একটি বহুসাংস্কৃতিক এলাকা। সবার কথা শুনতে চান সুমন সাহা। তিনি বলেন, “আমি কিন্তু শুধুমাত্র বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করছি না”।
গত ২৯ অক্টোবর, ২০২২ শনিবার সিডনির ওয়েন্টওয়ার্থভিলে উদযাপিত হয় দিওয়ালী উৎসব। রেল স্টেশনের পাশে স্টেশন স্ট্রিটে বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এই উৎসবের আয়োজনে ছিল কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল। Source: SBS / Krishna Pokhrel
কাউন্সিলর সুমন সাহার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: