ইউনিভার্সিটি অব ক্যানবেরার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মাযহারুল তালুকদার গত ৮ ডিসেম্বর, ২০২৪ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
ইয়াস এর প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে, গ্যালং এর বার্লি গ্রিফিন ওয়েতে সড়ক দুর্ঘটনার সংবাদ পায় ইমার্জেন্সি সার্ভিসেস। রবিবার বিকাল সাড়ে ছয়টার একটু আগে তাদেরকে ডাকা হয়।
হিউম পুলিস ডিস্ট্রিক্ট এর কর্মকর্তাদেরকে জানানো হয় যে, ক্যানবেরার ৪৯ বছর বয়সী একজন পুরুষ পূর্বদিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তখন পশ্চিমমুখী একটি গাড়ি পেছনে ক্যারাভান যুক্ত করে টেনে নিয়ে যাচ্ছিল। সেই ক্যারাভান থেকে কোনো বস্তু পূর্বমুখী গাড়িটির উইন্ডস্ক্রিন ভেঙ্গে গাড়ির চালকের মাথায় আঘাত করে।
ইমার্জেন্সি সার্ভিসেস আসার আগেই তার মৃত্যু হয়।
গাড়িতে ৪৮, ১৬ এবং ১৩ বছর বয়সী আরও তিনজন নারী যাত্রীও ছিলেন। তারা সকলেই আহত হয়েছেন। তাদেরকে ক্যানবেরা হসপিটালে নেওয়া হয়।
৩২ বছর বয়সী ক্যারাভান টেনে নেওয়া সেই গাড়ির পুরুষ চালক আহত হন নি। তাকে হার্ডেন হসপিটালে নেওয়া হয়েছে বাধ্যতামূলক পরীক্ষণের জন্য।
ঘটনাস্থলে একটি ক্রাইম সিন প্রতিষ্ঠা করা হয়েছে এবং ক্রাশ ইনভেস্টিগেশন ইউনিট সেটি খতিয়ে দেখছে।
এ নিয়ে তদন্ত চলছে। কারও কাছে যদি এ বিষয়ক কোনো তথ্য থাকে, ড্যাশক্যাম/মোবাইল ফোন ফুটেজ থাকে তাহলে ইয়াস পুলিস স্টেশনে কিংবা ক্রাইম স্টপার্স এ, 1800 333 000 নম্বরে যোগাযোগ করতে পুলিসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।